গত দুই বছর আগে বেঙ্গালুরুর একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে দীর্ঘক্ষণ বিজ্ঞাপন দেখে বিরক্ত হয়ে পিভিআর, ইনক্স এবং বুক মাই শোর বিরুদ্ধে মামলা করেন ৩০ বছর বয়সী এম আর অভিষেক। তিনি অভিযোগ করেন, "স্যাম বাহাদুর" সিনেমার শো শুরু হওয়ার আগে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন ও ট্রেলার দেখানো হয়েছিল, যার ফলে তার অনেক সময় নষ্ট হয় এবং মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। অভিষেকের মতে, তার নির্ধারিত সময় অনুযায়ী সিনেমা শুরু না হওয়ায় তার অন্যান্য কাজেও বিঘ্ন ঘটে।
অভিষেকের মামলার পর ক্রেতা সুরক্ষা আদালত পিভিআর এবং ইনক্স কর্তৃপক্ষকে অসৎ ব্যবসার জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এবং তাদের বিরুদ্ধে অস্বচ্ছ ব্যবসা পরিচালনার অভিযোগ আনে। একই সঙ্গে, আদালত অভিষেকের মানসিক যন্ত্রণার জন্য অতিরিক্ত ১৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। মাল্টিপ্লেক্স দুইটিকে ১ লাখ রুপি জরিমানা করা হয়, এবং আদালত বলেছে, "অন্যের সময় নষ্ট করে নিজে লাভবান হওয়ার অধিকার কারো নেই।"
এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছে, তারা জনসচেতনতা সৃষ্টির জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু বিজ্ঞাপন ও বার্তা দেখান। তবে, আদালত জানিয়েছে, সিনেমার আগে ও মধ্যাহ্ন বিরতির সময় এ ধরনের বার্তা দেখানোর জন্য ১০ মিনিট সময় যথেষ্ট, কিন্তু তারা জরিমানা থেকে বিরত থাকেননি। আদালত আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে।